বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্ভোগ বাড়ছে’

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটসহ উপকূলীয় জেলাগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের দুর্ভোগ ক্রমশই বাড়ছে। নদীভাঙনের কবলে পড়ে উপকূল এলাকার শত শত পরিবার উদ্বাস্তু হয়ে পড়ছে। এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামীতে আরও ভয়াবহ পরিণতি হতে পারে। বাগেরহাট শহরে উদয়ন বাংলাদেশের কার্যালয়ে ‘জলবায়ু উদ্বাস্তুদের জন্য চাই অধিকারভিত্তিক সুরক্ষা, প্রয়োজন স্থানীয় নীতিমালা প্রণয়ন’ বিষয়ক সেমিনারে গতকাল বক্তারা এ কথা বলেন।

ইসরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন দেবপ্রসাদ পাল, রফিকুল ইসলাম, এমদাদুল হক, আহাদ উদ্দিন হায়দার, আল ফারুক প্রমুখ। সেমিনারে বক্তারা স্থানীয় সমস্যা চিহ্নিত করে     জলবায়ু উদ্বাস্তুদের জন্য অধিকারভিত্তিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানান।

সর্বশেষ খবর