সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নড়িয়ায় ৩৩ লাখ জিও ব্যাগ ফেলা হয়েছে

-পানিসম্পদ প্রতিমন্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘পদ্মার ডানতীর শরীয়তপুর নড়িয়া-জাজিরা এলাকায় ভাঙন রোধে ২৮ লাখ জিও ব্যাগ ফেলার কথা, সেখানে ৩৩ লাখ জিও ব্যাগ ফেলা হয়েছে। সিসি ব্লক ফেলা হচ্ছে। এটি তিন বছরের প্রকল্প। এক বছরে যা কাজ করার কথা তার চেয়ে বেশি করেছি। এতো বড় প্রকল্প রাতারাতি করা সম্ভব না।’ নড়িয়া উপজেলার উত্তর কেদারপুর নড়িয়া রক্ষাবাঁধে ভাঙন পরিদর্শনে এসে গতকাল প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘গত বছর নড়িয়ায় ৫ হাজার ৮১ পরিবার বাড়িঘর হারিছেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রকল্পের কাজ শুরু হয়। দ্রুত কাজ করার কারণে এ বছর নড়িয়ার ভাঙন দেখা যায়নি। সম্প্রতি নদীতে স্রোত ও পানি বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকায় সমস্যা দেখা দিয়েছে।’

সর্বশেষ খবর