দেশের সর্বোত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে নারী নির্যাতন, ধর্ষণ, খুন, অপহরণ, চুরি, ছিনতাইসহ নানাবিধ অপরাধ বাড়ছে। প্রভাবশালীদের দ্বৈত ভূমিকা এবং একশ্রেণির দালালের কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে সাধারণ মানুষ উদ্বিগ্ন। এসব অপরাধে জড়িয়ে পড়ছে শিক্ষার্থী ও তরুণরা। সম্প্রতি গত দুই মাসে অন্তত ২০টি ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অহরহ ঘটছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। আদালত সূত্রে জানা গেছে, গত ৯ মাসে নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে মামলা হয়েছে ৫৯৪টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৯৩টি। বিচারাধীন রয়েছে ৪৮১টি। শিশু জুভেনাইল মামলা হয়েছে ১৭৯টি। নিষ্পত্তি হয়েছে ২৩টি। ১৫৬টি মামলা বিচারাধীন। তবে আদালতে বিচার কার্যক্রম দ্রুত গতিতেই সম্পন্ন হচ্ছে বলে জানালেন পঞ্চগড় জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন এসব ঘটনা বাড়লেও বিচার প্রক্রিয়া যথাযথভাবেই চলছে। অন্যদিকে পুলিশ সূত্র জানিয়েছে জেলার পাঁচ থানার মধ্যে সদর থানায় ৫৯, দেবীগঞ্জ থানায় ৩৩, বোদা থানায় ৩২, তেঁতুলিয়ায় ১৮ এবং আটোয়ালী থানায় ৩৪টি মোট ১৭৬টি এ ধরনের মামলা হয়েছে। অনেক ঘটনায় থানা এবং আদালতে মামলা হলেও স্থানীয় প্রভাবশালীদের ভয়ে এবং মীমাংসার জন্য দালালদের অবৈধ তৎপরতায় শেষ পর্যন্ত মামলা তুলে নিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে কাউকে আইনের দুয়ারেই যেতে দেয়া হচ্ছে না। তারা আসামিদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রভাব খাটিয়ে মীমাংসার নাম করে আসল ঘটনা চাপিয়ে রাখছেন । মীমাংসার জন্য বিচার প্রার্থীদের হুমকিও দিচ্ছেন এই দালাল চক্র। পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকার একজন নারী ভুক্তভোগী জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে কয়েক বছর ধরে ধর্ষণ করা হয়। পরে বিয়ের কথা বললে ছেলে অস্বীকৃতি জানায়। পরে আমি সদর থানায় মামলা করি। এখন প্রতিদিন মীমাংসার জন্য চাপ দিচ্ছে স্থানীয় প্রভাবশালী দালাল চক্র। জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার জানান, এখন যে ঘটনাগুলো চোখে দেখছি তা ভফঙ্কর। আগে এমন কিছু দেখিনি। দালালদেরও আইনের আওতায় আনতে হবে। নারী শিশু নির্যাতন ও হত্যা মামলার মীমাংসার কোন আইন নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার ইউসুফ আলী। এসব ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি ।
শিরোনাম
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
পঞ্চগড়ে বাড়ছে খুন ধর্ষণ উদ্বিগ্ন জেলাবাসী
সরকার হায়দার, পঞ্চগড়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর