শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঝুঁকি নিয়ে চলাচল

টাঙ্গাইল প্রতিনিধি

ঝুঁকি নিয়ে চলাচল

টাঙ্গাইলের কালিহাতীতে ঝিনাই নদীর উপর নির্মিত একটি বেইলি সেতু জরাজীর্ণ হয়ে পড়েছে। কালিহাতী-বড়চওনা সড়কের আলু পাকুটিয়ায় অবস্থিত এ সেতুর বিভিন্ন স্থানে স্টিলের পাটাতন ভেঙে গেছে। দেবে গেছে অনেক অংশে। যেকোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত যান চলাচল করে। কালিহাতী থেকে ঘাটাইল উপজেলার দেওপাড়া, ধলাপাড়া এবং সখীপুর উপজেলার বড়চওনা যাওয়ার একমাত্র মাধ্যম এ বেইলি সেতু। ট্রাকচালক জুলফিকার মিয়া বলেন, ‘এই বেইলি ব্রিজটি দিয়ে ট্রাক চালাতে খুব ভয় করে। পাটাতনগুলো ভেঙে যাওয়ার কারণে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ব্রিজটি। যত তাড়াতাড়ি সম্ভব এটি সংস্কার করা উচিৎ।’ উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ‘ওই রাস্তায় যে কয়টি বেইলি ব্রিজ রয়েছে সবকটি অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণ করা হবে। যান চলাচলের উপযোগী করার জন্য ওই ব্রিজটি মেরামতের জন্য অনুমোদন হওয়ার পর টেন্ডারের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

অল্প দিনের মধ্যেই মেরামত কাজ শুরু হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর