মাহবুবুল আলম। তার ছোট ভাই রফিকুল আলম ২০০৯ সালে গফরগাঁও উপজেলা যুবলীগের (প্রস্তাবিত) কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে নামও ছিল। তাদের বাবা আইনুদ্দিন মাস্টার ছিলেন গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। মাহবুবুল আলম ২০ বছরের প্রবাস জীবন কাটিয়ে বছর পাঁচেক আগে আসেন বাংলাদেশে। নিজ এলাকা বিচ্ছিন্ন এ মানুষটি এখন ময়মনসিংহ (দ.) জেলা বিএনপির নয়া আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। অপরদিকে আরেক যুগ্ম আহ্বায়ক ফাত্তাহ মোহাম্মদ আবদুল হান্নান খান। বিএনপির সক্রিয় রাজনীতিতে তারও দেখা মেলেনি। তবে ভুঁইফোড় সংগঠন কেন্দ্রীয় তৃণমূল দলের সাধারণ সম্পাদক তিনি। ওই দুই নেতার ওপরে আছেন আরেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা। গত ২০ বছর ধরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো পদেও নেই। হঠাৎই এখন তিনিও ‘বড়’ নেতা। তবে তাদের তিনজনেরই কয়েকটি মিল রয়েছে। জন্মসূত্রে তারা তিনজনই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার। ভালুকা উপজেলা থেকে নয় নম্বর যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবুল হোসেন। অভিযোগ আছে, জেলা এবং উপজেলায় বিএনপির কোনো পদেও তিনি ছিলেন না। দক্ষিণের ছয় উপজেলা (সদর, ভালুকা, ত্রিশাল, গফরগাঁও, ফুলবাড়িয়া ও মুক্তাগাছা) নিয়ে গত পাঁচ ডিসেম্বর একজনকে আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৪০ জনকে সদস্য করে আহ্বায়ক কমিটি দেয় কেন্দ্রীয় বিএনপি। এর মধ্যে চারজন যুগ্ম আহ্বায়ক ও দুজন সদস্য গফরগাঁও উপজেলার পাগলা থানার। এ ছাড়া আরও পাঁচজন সদস্য রয়েছেন গফরগাঁও থানার। দলটির সিনিয়র এক নেতার ভাষ্য, ‘আওয়ামী লীগের দুর্গে তিন যুগ্ম আহ্বায়ক বিএনপির ‘অচিন পাখি’। গফরগাঁও পৌর বিএনপির সভাপতি ফজলুল হক বলেন, ‘ঢাকায় থেকে তদবিরে পদ এনেছে অনেকেই। পাগলা থানার উস্থি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গফরগাঁও উপজেলার যুগ্ম আহ্বায়ক কবির সরকার বলেন, ‘গত ছয় বছরে ১১টি মামলা এবং তিনবার কারান্তরীণ হয়েছি। অথচ আলম, ফাত্তাহ ও রানারা এখন আমাদের নেতা!’ নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ একাধিক নেতার দাবি, দলের সংকটে, দুঃসময়ে হাল ধরা অনেক নেতার নামও আছে নব্য নেতাদের নিচে। সদর উপজেলার সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সাত নম্বর সদস্য হেলাল আহম্মেদ জানান, ‘কমিটিতে ঠাঁই পাওয়া অনেকেই ময়মনসিংহ জেলার মাঠের রাজনীতিতে জড়িত নয়। এ নিয়ে ইতিমধ্যে আমরা আহ্বায়কের কাছে প্রতিবাদ জানিয়েছি।’
শিরোনাম
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
কর্মীরা চেনেন না নেতাদের
সেয়দ নোমান, ময়মনসিংহ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর