মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সীমান্তে দুই বাংলার মিলনমেলা

নওগাঁ প্রতিনিধি

সীমান্তে দুই বাংলার মিলনমেলা

নওগাঁর ধামইরহাট সীমান্তে দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়নের অধীন বাংলাদেশের অভ্যন্তরে কমরইল গ্রামের উত্তর মাঠে বসে এ মিলনমেলা। অনুষ্ঠান উদ্বোধন করেন আগ্রাদ্বিগুন বিওপির কোম্পানি কমান্ডার নুরুল আমিন। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অনুষ্ঠানে বিএসএফ-১২২ ব্যাটালিয়নের জলঘর ও হরিবংশপুর ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসএফ কাঁটাতারের দরজা খুলে দিলে ভারতের হাজার হাজার মানুষ নাগরিকত্ব কার্ড দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বাংলাদেশের কেউ ভারতে ঢুকতে পারেনি। দুই বাংলার লোকজন আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। কাঁটাতারের কাছে বসে নানা পণ্যের হাট।

সর্বশেষ খবর