সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুর্বৃত্তের হামলায় আহত ৮ শিক্ষক-শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরের দাখিল পরীক্ষা কেন্দ্রের হল সুপার ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৮টার দিকে দাঁতমন্ডল গ্রামের এক বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আহত হন হল সুপারসহ আটজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও আহত হলে সুপার জহিরুল ইসলাম জানান, বোর্ডের নিয়ম অনুযায়ী আসন বিন্যাস করার কথা থাকলেও সে নিয়ম না মেনে দাঁতমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে বাংলা ও ইংরেজি পরীক্ষা নেওয়া হয়। পরে আসন পুনর্বিন্যাসের অনিয়ম হলের ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টিতে এলে শনিবার বোর্ডের নিয়ম অনুযায়ী পুনরায় আসন বিন্যাস করা হয়। বিষয়টি জানতে পেরে দাঁতমন্ডল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী তানভির মিয়াসহ ৬-৭ জন শনিবার রাতে বাড়িতে ঢুকে হল সুপার জহিরুল ইসলামের কাছে আসন পরিবর্তনের বিষয়টি জানতে চায়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা জহিরুলের ওপর হামলা করে। তার চিৎকারে পাশের রুমে থাকা শিক্ষার্থীরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায়। নাসিরনগর থানার ওসি জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও নাজমা আশরাফী জানান, বিষয়টি দুঃখজনক।

 

সর্বশেষ খবর