শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘মানবসৃষ্ট দুর্যোগে সুন্দরবন আজ অস্তিত্ব সংকটে’

বাগেরহাট প্রতিনিধি

‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে। গতকাল সকালে বাগেরহাট প্রেস ক্লাব ও বেসরকারী সংগঠন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন যৌথভাবে সুন্দরবন দিবসের আয়োজন করে।

বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ফরিদুল ইসলাম। বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আহাদ উদ্দীন হায়দার, শেখ আহসানুল করিম, আব্দুল বাকি তালুকদার ও শেখ আজমল হোসেন, ইয়ামিন আলী প্রমূখ। বক্তারা বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। ঝড় জলোচ্ছ্বাস আসলে সুন্দরবন আমাদের রক্ষা করে, সুন্দরবন আমাদের মায়ের মত আগলে রাখে। সুন্দরবন যেকোন সব ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে দিকে থাকার সক্ষমতা রয়েছে। প্রতিটি ঘূর্ণিঝড়ের পর তা প্রমানিত হয়েছে। তবে, মানব সৃষ্ট দুর্যেরগে সুন্দরবন আজ অস্তিত্ব সংকটে পড়েছে। তাই সুন্দরবন সুরক্ষায় সরকারকে আরো কঠোর হবার পাশাপাশি পর্যটক ও বনজীবীসহ সুন্দরবন সন্নিহিত লোকালয়ে মানুষকে আরও ভূমিকা রাখতে হবে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। এই দিনটিকে সুন্দরবন দিবস হিসেবে জাতীয় ভাবে পালনের দাবি জানান বক্তারা। আলোচনা সভা শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। বাগেরহাটের শরণখোলা ও মোংলা উপজেলায়ও নানা আয়োজনে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে।

সর্বশেষ খবর