মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

হত্যার পর সড়ক দুর্ঘটনা বলে প্রচার!

‘আমরা তিনজন এক গাড়িতে ছিলাম, আক্তারকে ধাক্কা দেয় ট্রাক’

মেহেরপুর প্রতিনিধি

গাংনী হিজলবাড়ি গ্রামে গম মাড়াই হপার মেশিনের চাকায় পিষ্ট করে আক্তারুল নামে এক ব্যক্তিকে হত্যার পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রচারের অভিযোগ করেছে পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আক্তারুলের স্ত্রী সাহিনা। অপরদিকে মামলা তুলে নিতে হুমকি-ধমকিতে নিরাপত্তাজনিত কারণে গ্রাম ছাড়ার উপক্রম হয়েছে পরিবারটির।

সাহিনা জানান, গত ৫ অক্টোবর হিজলবাড়ি গ্রামের কামাল ও গোপালপুরের বাহার আলী আমার স্বামীকে নিয়ে সিরাজগঞ্জ যান গম মাড়াই হপার মেশিন কিনতে। মেশিন কিনে ফেরার সময় গাংনী উপজেলা বাওট গ্রামে হপার গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে তাকে হত্যা করে। তিনি বলেন কামাল ও বাহার আমার স্বামীর কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নিয়েছিল। তাছাড়া হপার কেনা নিয়েও তাদের মধ্যে মতবিরোধ হয়েছিল। এ কারণে হয়তো তাকে তারা হত্যা করেছে। অভিযুক্ত কামাল হোসেন জানান, আমরা তিনজন এক গাড়িতে ছিলাম। আক্তারকে ট্রাকে ধাক্কা মারে। এ সময় সে নিচে পড়ে গেলে তার মাথার ওপর দিয়ে চাকা চলে যায়। মামলা তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই মকবুল হোসেন জানান, আমাদের কাছে অভিযোগ এসেছিল অজ্ঞাত ট্রাকের বিরুদ্ধে। আমি সে মোতাবেক তদন্ত করেছি। এখন যে বিষয়টি উঠে আসছে সে বিষয়ে আমার কিছু জানা নেই।

সর্বশেষ খবর