শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনাযুদ্ধে জয়ী হতে ঘরে থাকুন

---- ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) বলেছেন, বিশ্ব মানবসভ্যতায় বিচরণকারী ভয়াল করোনাভাইরাস কভিড-১৯ থেকে দেশ, জাতি এবং পরিবারকে বাঁচাতে ঘরে থাকুন। যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন তারা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু দিয়ে মুখ-নাক ঢেকে নিন। বার বার সাবান-পানি দিয়ে হাত পরিষ্কার করুন। গতকাল বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই বিতরণকালে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার,  ডা. মোহাম্মদ আল মামুন সরকার, ওসি সালাহ্ উদ্দিন চৌধুরী, পবিত্র চন্দ্র মন্ডল, কাজী জাদিদ আল রহমান জনি, মাহমূদুল হাসান ভূঁইয়া, জুয়েল আহমেদ, অহিদ মিয়া প্রমুখ।

 পরে তিনি বাঞ্ছারামপুর উপজেলার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ৬ হাজার বোতল হ্যান্ড সেনিটাইজার এবং ৪ হাজার মাস্ক এবং ২০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি তেল, ১ কেজি ডাল এবং ১ কেজি করে লবণ বিতরণ করেন।

সর্বশেষ খবর