বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

১০ কিলোমিটার সড়ক বেহাল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী বাজার বাসস্ট্যান্ড থেকে হাটশেরপুর সড়কে কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ওই পথ দিয়ে যাতায়াতকারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। জানা যায়, সোনাতলার হরিখালী হাট থেকে হুয়াকুয়া ভায়া চরপাড়া ও হাটশেরপুর সড়কটি যান চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা সৃষ্টি হলেও সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট বিভাগ। এলজিইডির এই সড়কটি জনগুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে মানুষ। এছাড়া যমুনা ও বাঙালি নদীর মধ্যবর্তী এলাকার প্রায় ৮৫ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের সঙ্গে জড়িত থাকায় উৎপাদিত ফসল বাজারে নিতে কৃষকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বগুড়ার সোনাতলা উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান জানান রাস্তাটি কার্পেটিং করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যে টেন্ডার আহ্বান করবে। হরিখালী থেকে হাটশেরপুরের দূরত্ব ১০ দশমটি ২ কিলোমিটার। সড়কটি কার্পেটিং করতে সরকারের ব্যয় হবে প্রায় আড়াই কোটি টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর