বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

৮২০ হোটেল শ্রমিকের মানবেতর জীবন

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলায় হোটেল-রেস্তোরাঁয় কর্মরত শ্রমিকদের দুর্দিন চলছে। করোনাভাইরাসের কারণে দেশব্যাপী গত ২৬ মার্চ থেকে বন্ধ আছে হোটেল। বন্ধ রয়েছে লালমাইয়ের ছোট-বড় ৫৫টি হোটেল রেস্তোরাঁ। ফলে এসব হোটেল-রেস্তোরাঁর ৮২০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। দিন বা মাসভিত্তিক কাজ করা এ শ্রমিকরা এখন মানবেতর জীবনযাপন করছে।

উপজেলা হোটেল ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আবদুল কাদের বলেন, সবচেয়ে অসুবিধা হচ্ছে মহিলা শ্রমিকদের। এসব শ্রমিক হোটেল রেস্তোরাঁয় মরিচ বাটা, মসলা পেষা, থালাবাটি ধোয়া ও তরকারি কাটার কাজ করে থাকেন। এরা ১২ ঘণ্টা শ্রম দিয়ে মজুরি পায় ২০০ টাকা করে। করোনার কারণে হোটেল রেস্তোরাঁ বন্ধ হওয়ায় সংকটের মধ্যে পড়েছেন মহিলা শ্রমিকরা। হোটেল মালিকরাও আয় রোজগারহীন হয়ে পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বলেন, আমরা সবাইকে পর্যায়ক্রমে ত্রাণের আওতায় আনব।

 ইতিমধ্যে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর