বাগেরহাটের মোংলা বন্দরের শিল্প এলাকার কল-কারখানার মাল বহনকারী ট্রাক পার্কিংয়ের জন্য বন্দরের নিজস্ব জমিতে নির্মিত পৌর টার্মিনালটি বন্ধ করে দেওয়ায় ভোগান্তি বেড়েছে। বিভিন্ন কারখানার ট্রাক এখন রাখতে হচ্ছে রাস্তার দুই পাশে। এতে সড়ক সংকুচিত হয়ে পড়ায় অন্য যান চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ঘটনার আশঙ্কা বেড়েই চলেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক। জানা যায়, মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জমি অধিগ্রহণ করে দিগরাজ এলাকায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ট্রাক টার্মিনাল নির্মাণ করে পোর্ট পৌরসভা। ২০১৮ সালে ১ মে টার্মিনালটি উদ্বোধনের পর বন্দর ও শিল্প এলাকার সব ট্রাক সেখানেই পার্কিং করা হতো। গত ৮ জুন পুলিশ টার্মিনালটি বন্ধ করে দেয়। মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিবহন মালিক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে যাতে মহাসড়কের কোথাও টোল আদায় না হয় সেজন্য টার্মিনালটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা যদি হাইওয়ের বাহিরে এবং বন্দরের নিজস্ব জায়গায় হয়ে থাকে তাহলে তারা কাগজপত্র দেখালে একটা সুরহা করা যেতে পারে। মোংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলী বলেন, বিশ্ব ব্যাংক থেকে লোন নিয়ে প্রজেক্টের মাধ্যমে টার্মিনালটি করা হয়েছে। এটি বন্ধ করে দেওয়ায় কিস্তি পরিশোধ অনিশ্চিত হয়ে পড়বে। এছাড়া এটি হাইওয়ের আওতাভুক্ত নয়। ভুল বুঝার কারণেই পৌর টার্মিনালটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পৌরসভা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, টার্মিনাল ও বন্দরের শিল্প এলাকার এ রাস্তা বন্দরের নিজস্ব জায়গার ওপর, এটি হাইওয়ের আওতাভুক্ত নয়। মূলত ভুল বুঝাবুঝিতে পৌর ট্রাক টার্মিনালটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট দফতরে পৌর কর্তৃপক্ষ ইতিমধ্যে চিঠি দিয়েছে।
শিরোনাম
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
সড়কের দুই পাশে ট্রাকের লাইন ঝুঁকি নিয়ে চলছে যান
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর