শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় টেস্ট ছাড়াই করোনা নেগেটিভ ঘোষণা

বিশ্বনাথ প্রতিনিধি

দ্বিতীয় টেস্টে অনেকের করোনা পজিটিভ হলেও সম্প্রতি সিলেটের বিশ্বনাথ উপজেলায় এ টেস্ট ছাড়াই করোনা আক্রান্তদের সুস্থ ঘোষণা করা হচ্ছে। এতে নতুন করে দেখা দিয়েছে সংক্রমণের শঙ্কা। শনাক্তের ১৪ থেকে ২১ দিন পর কারও কোনো উপসর্গ না থাকলেই তাদের সুস্থ ঘোষণা করা হয়। ইতিমধ্যে টেস্ট ছাড়া এ উপজেলার ৩০ জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করেছেন উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সচেতন মহল। পরীক্ষা ছাড়াই ‘সুস্থ’ রোগীরা বলছেন, আমরা শঙ্কায় আছি। পরীক্ষার মাধ্যমে এটি করা হলে নিশ্চিন্তে দিনযাপন করতে পারতাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, এর আগে ফলোআপ টেস্টে আমাদের ১০ জন রোগীর পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে দ্বিতীয়বার নমুনা না নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর