শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে

-এনামুল হক শামীম

টাঙ্গাইল প্রতিনিধি

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘সারা দেশে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে। নিচু বাঁধ উঁচু ও প্রশস্ত করা হবে। যাতে স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থার কারণে নদীভাঙন ও বন্যার কবল থেকে মানুষ রক্ষা পায়।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার গরিব-দুঃখী মানুষের পাশে সব সময় আছেন।’ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা বেলটিয়া গ্রাম পরিদর্শনকালে গতকাল তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য হাছান ইমান খান সোহেল হাজারী, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

পরে উপমন্ত্রী এনামুল হক শামীম নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩৭টি পরিবারের মধ্যে নগদ ১০ হাজার করে টাকা ও ত্রাণ বিতরণ করেন।

সর্বশেষ খবর