শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

পাহাড়ধস ঠেকাতে বৃক্ষের বিকল্প নেই

রাঙামাটি প্রতিনিধি

প্রাকৃতিক দুর্যোগ আর পাহাড়ধস ঠেকাতে বৃক্ষের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, বৃক্ষ নিধনের ফলে পাহাড়ে ধস থামছে না। এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের জানমাল, তেমনি প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। জলবায়ুতেও পরিবর্তন ঘটছে। ঝরনা শুকিয়ে যাচ্ছে। পানির সংকট বাড়ছে। পাহাড় ধস ঠেকানো না গেলেও ভূমিকম্পও ঠেকানো যাবে না। পাহাড় বাঁচাতে হলে অবশ্যই বিলুপ্ত বৃক্ষগুলো ফিরিয়ে আনতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে। গতকাল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে দীপংকর তালুকদার এসব কথা বলেন। এ সময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা, ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান (পিএসসি), রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ বিভাগীয় বন কর্মকর্তা মো. সানা উল্লাহ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর