করোনাভাইরাসের ভ্যাকসিন কুড়িগ্রামে আসার আগেই তা সংরক্ষণে সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। ৮ ফেব্রুয়ারি থেকে দেশের অন্য জেলার মতো কুড়িগ্রামেও ভ্যাকসিন প্রয়োগের কথা রয়েছে। প্রথম পর্যায়ে ভ্যাকসিন যাদের দেওয়া হবে সে তালিকাও তৈরি করছে জেলা স্বাস্থ্য বিভাগ। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল, সদর উপজেলাসহ ১০টি স্বাস্থ্য কেন্দ্রে এ ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এসব কেন্দ্রের কর্মীরা তালিকা অনুযায়ী ভ্যাকসিন প্রয়োগ করবেন। ইতিমধ্যে জেলা সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকসহ পাঁচজন ঢাকা থেকে ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ নিয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, ‘কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন সংরক্ষণে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা প্রথম পর্যায়ে ৬০ হাজার ভ্যাকসিন পেয়েছি। তবে এ জেলায় ৪-৫ লাখ ভ্যাকসিন সংরক্ষণ করতে পারব।’ তিনি জানান, নির্দেশনা পাওয়ার পরই পর্যায়ক্রমে ওইসব কেন্দ্রের চিকিৎসক, নার্স, সেকমো, পরিবার-পরিকল্পনা পরিদর্শক ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, ‘জেলা স্বাস্থ্য বিভাগ সব প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা করোনার ভ্যাকসিন ইতিমধ্যে হাতে পেয়েছি। আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য বিভাগে হস্তান্তর করা হবে।’
শিরোনাম
- হাসিনাসহ ১২ জনের দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : ইসি আনোয়ারুল
- একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
- মার্কিন শাটডাউনের সম্ভাবনায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
- পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি 'শীর্ষ সন্ত্রাসী' মামুন: পুলিশ
- পুরান ঢাকায় সিনেমা স্টাইলে গুলি, যা দেখা গেল সিসি ক্যামেরায়
- ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি
- দেশের সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
- সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
- পুরান ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে
- খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেওয়া হয়নি : রবি চৌধুরী
- গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
- জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম খান বরখাস্ত
- আসুন সবাই মিলে বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত করি : মঈন খান
- দশম গ্রেডসহ তিন দাবি, তৃতীয় দিনের মতো শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান
- ভদ্ররা চুপ থাকে, অভদ্ররা ভাবে জবাব দিতে পারে না : প্রভা
- পদ্মার চরে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ৬৭
- কম্পিউটার চালু হতে সময় লাগে, এই সময়ের বেতন দাবিতে কর্মীদের মামলা
- বসুন্ধরা আবাসিকে ‘হেরিটেজ সুইটস’-এর তৃতীয় শাখা উদ্বোধন
- এমপি হলেও আছি, না হলেও আপনাদের পাশে আছি : শামীম
করোনা ভ্যাকসিন সংরক্ষণে প্রস্তুত কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর