মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পীর মিসবাহ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চৌদ্দগ্রাম উচ্চবিদ্যালয়ে তিনতলাবিশিষ্ট বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সদর আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। গতকাল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, দাতা সদস্য আবু সাঈদ, ঠিকাদার রাজিব আহমদ, আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়া, ইউপি সদস্য জাহানারা বেগম প্রমুখ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৩ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করছে। এটি বছরের অন্যান্য সময়ে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার হলেও বন্যার সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। চুক্তি অনুযায়ী ২০২২ সালের জানুয়ারি মাসে আশ্রয় কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা।

সর্বশেষ খবর