মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

এক পলক

ভারত থেকে এলো ১১১ টন বিস্ফোরক

ভারত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দরে ১১১ টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা। রবিবার সন্ধ্যায় দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ বিস্ফোরক পণ্যের চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে। গতকাল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে পণ্যের চালানটি খালাস হয়েছে। বিস্ফোরক ভর্তি ট্রাকগুলো  দুপুরের দিকে দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়েছে।          -বেনাপোল প্রতিনিধি

পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কদমরসুল নূরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া নজরুলের মেয়ে নূসরাত (০৯) ও সিরাজ মিয়ার মেয়ে সামিয়া (০৯)। তারা উভয়ে লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।          -নারায়ণগঞ্জ প্রতিনিধি

কৃষক-বিজ্ঞানী সভা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোকনগর গ্রামে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষি ব্যবস্থাপনা’ শীর্ষক কৃষক-বিজ্ঞানী মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বশেমুরকৃবি উদ্যোগে সভাটি সাউথ এশিয়ান নাইট্রোজেন হাব (এসএএনএইচ) এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের এমসিসিএ প্রকল্পের যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হয়।  -গাজীপুর প্রতিনিধি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঝাঁপ, লাশ উদ্ধার

 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ঘটনার ১৪ ঘণ্টা পর গতকাল সকালে দমকল বাহিনীর ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে সাভারের নামপাড়া এলাকায়।

বিকাশ ইসলাম (১৮) নামে ওই শিক্ষার্থী কুষ্টিয়া জেলার আমান উল্লাহর ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।      -সাভার প্রতিনিধি

কাভার্ড ভ্যানের ধাক্কায় পাঠাও চালক নিহত

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় রাইড শেয়ার পাঠাওয়ের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তার নাম মাজহারুল ইসলাম (২৮)। তিনি আড়াইহাজার থানার তেঁতুইতলা এলাকার আবদুর রশিদের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।     -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর