শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা

‘আদর্শ দেশপ্রেমিক মানুষ চাই’

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, সুশিক্ষিত আদর্শ দেশপ্রেমিক মানুষ চাই। সুশিক্ষা প্রত্যেক মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। আজকের শিশু আগামী দিনে দেশের নেতৃত্বদানে ভূমিকা রাখবে। যখন শিশুটি সুশিক্ষায় শিক্ষিত হবে তখন রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করবে। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সুখি সমৃদ্ধির বাংলাদেশ চেয়েছিলেন; তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার দেশে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালু করেছে। বাঞ্ছারামপুর উপজেলার দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন। সোনারামপুর ইউপি চেয়ারম্যান শাহিন মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, নাছির উদ্দিন সরোয়ার, তফাজ্জল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর