সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

নওগাঁর হাসপাতালে নেই আইসিইউ কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা

নওগাঁ প্রতিনিধি

স্বাস্থ্য অধিদফতর সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ যে ২৯ জেলাকে চিহ্নিত করেছে তার মধ্যে নওগাঁও রয়েছে। এ জেলায় করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। গত ৩ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে ১৭৫টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে সংক্রমণ হার ১৮ দশমিক  ৮৫ শতাংশ। উচ্চ ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও নওগাঁর হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে কভিড-১৯ আক্রান্তদের চিকিৎসাসেবা। জানা যায়, ২৫০ শয্যার নওগাঁ আধুনিক জেনারেল হাসপাতালসহ এখানকার কোনো সরকারি হাসপাতালেই আইসিইউ সুবিধা নেই। হাসপাতালগুলোতে কভিড-১৯ রোগের চিকিৎসায় লিকুইড অক্সিজেন ট্যাংক থেকে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহেরও ব্যবস্থা নেই। ফলে রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। ফলে এ জেলার গুরুতর কভিড-১৯ রোগীদের রাজশাহী ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে। নওগাঁ আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইদুল হক বলেন, আইসিইউ ও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা না থাকায় রোগীর অবস্থা একটু জটিল হলেই তাদের রাজশাহী ও বগুড়া রেফার্ড করতে হয়। সিলিন্ডার অক্সিজেন দিয়ে অল্প কিছু ক্ষেত্রে কাজ চালিয়ে নেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা পর্যাপ্ত নয়। তিনি আরও বলেন, সদর হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের কাজ চলছে। তবে কবে নাগাদ এই কাজ শেষ হবে তা বলা যাচ্ছে না। এ ছাড়া নওগাঁ সদর হাসপাতালে আইসিইউ বেডের জন্য স্বাস্থ্য অধিদফতরে চাহিদা পাঠানো হয়েছে। এদিকে নওগাঁর মানুষদের মধ্যে তেমন সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। অনেকেই স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছেন। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মনজুর-এ মুর্শেদ বলেন, মানুষের অসচেতনতার কারণেই করোনা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

 

সর্বশেষ খবর