শিরোনাম
মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

অক্সিজেনের পরীক্ষামূলক উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

অক্সিজেনের পরীক্ষামূলক উৎপাদন শুরু

করোনা মহামারীর কারণে প্রতিবেশী দেশ ভারত তরল অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেওয়ায় অক্সিজেন সংকটের আশঙ্কার মধ্যেও বগুড়ায় আশার আলো দেখাচ্ছে বেসরকারিভাবে গড়ে ওঠা  ‘নর্থ বেঙ্গল অক্সিজেন প্ল্যান্ট’। বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর এলাকায় ‘নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন প্ল্যান্ট’ নির্মাণ কাজ শেষ করে সেখানে পরীক্ষামূলকভাবে অক্সিজেন উৎপাদন শুরু হয়েছে। ব্যক্তি উদ্যোগে এই প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। সরকারের অনুমোদন পেলে এই প্ল্যান্ট থেকেই পাওয়া যাবে মেডিকেল অক্সিজেনও। যা উত্তরাঞ্চলের সরকারি-বেসরকরি হাসপাতালে সরবরাহের মাধ্যমে করোনাসহ শ্বাসকষ্টের রোগীদের জীবন বাঁচাতে ভূমিকা রাখবে। জানা যায়, গত বছর আগস্টের মাঝামাঝি জেলার শাজাহানপুর উপজেলা সদরের ডোমনপুকুর এলাকায় অক্সিজেন প্ল্যান্টের নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি প্ল্যান্টের নির্মাণ শেষ হয়। পরে গত ১ এপ্রিল থেকে শুরু হয় ইন্ডাস্ট্র্রিয়াল অক্সিজেনের পরীক্ষামূলক উৎপাদন। দৈনিক ২ হাজার ৪৫০ ঘন মিটার ইন্ডাস্ট্র্রিয়াল অক্সিজেন উৎপাদন করা সম্ভব হচ্ছে। উৎপাদিত অক্সিজেন শিল্পক্ষেত্রে ব্যবহার হচ্ছে। ইতিমধ্যে সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, রাজশাহী, নওগাঁ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, যশোর ও কুষ্টিয়া জেলার ব্যবসায়ীরা শাজাহানপুর থেকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন কেনা শুরু করেছেন। ব্যবসায়ীরা জানান, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন নিতে হতো চট্টগ্রাম থেকে। বগুড়ার শাজাহানপুর উপজেলায় নতুন প্ল্যান্ট থেকে অক্সিজেন নেওয়ায় খরচ ও সময় কম লাগছে। করোনা মহামারীর কারণে ইতিমধ্যেই ভারত অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে।

শাজাহানপুরে নিজস্ব প্ল্যান্টে অক্সিজেন উৎপাদন হওয়ায় এই সরবরাহ বন্ধ হওয়ার ঝুঁকি বর্তমানে কম। শাজাহানপুর উপজেলার নর্থ বেঙ্গল অক্সিজেন প্ল্যান্টের জেনারেল ম্যানেজার ওমর ফারুক জানিয়েছেন, তার প্ল্যান্টে পরীক্ষামূলকভাবে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন উৎপাদন চলছে। সেই সঙ্গে বিশেষ প্রক্রিয়ায় জীবাণুমুক্ত সিলিন্ডারে স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে মেডিকেল অক্সিজেনও উৎপাদন করা হচ্ছে। প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক নূরুজ্জামান জানিয়েছেন, ব্যবসার পাশাপাশি মানব সেবা’র উদ্দেশ্যে তিনি অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করেছেন। পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস অধিদফতরসহ সংশ্লিষ্ট সব দফতরের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে। পরিবেশ অধিদফতর রাজশাহী বিভাগের উপ-পরিচালক আখতারুজ্জামান জানিয়েছেন, ‘নর্থ বেঙ্গল অক্সিজেন প্ল্যান্ট কর্তৃপক্ষকে আবেদন পরবর্তী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। কাগজপত্র পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।   

সর্বশেষ খবর