মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ০০:০০ টা

‘করোনার ভারতীয় ভেরিয়েন্ট প্রতিরোধে প্রচলিত ব্যবস্থা’

হিলি প্রতিনিধি

করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট যাতে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সব ধরনের প্রচলিত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও সিভিল সার্জন আবদুল কুদ্দুস। গতকাল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও হিলি স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শনে এসে তারা এ কথা বলেন। পরে এ দুই কর্মকর্তা ইমিগ্রেশন চেকপোস্ট, সীমান্তে তথ্য সংগ্রহ বুথ ও বন্দরে নেওয়া স্বাস্থ্যবিভাগের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার আনোয়ার হোসেন তাদের সঙ্গে ছিলেন।

জেলা প্রসাশক এবং সিভিল সার্জন বলেন, ভারত থেকে দেশে ফেরা প্রত্যেক যাত্রীর অবশ্যই করোনা নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর