বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

জব্দ করা মালামাল ধ্বংস করল কাস্টমস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাস্টমসের গুদামে রক্ষিত বিভিন্ন প্রকারের মালামাল ধ্বংস করা হয়েছে। গতকাল কাস্টমস কম্পাউন্ডের ভিতরে পুড়িয়ে ও মাটিচাপা দিয়ে এসব মালামাল ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মালামালের মধ্যে রয়েছে বিড়ি, সিগারেট, বাজি, কসমেটিক্স সামগ্রী, কয়েল, কারেন্ট জাল, তামাকের গুড়া, বিস্কিট, প্লাস্টিক সামগ্রী, কার্পেট, শাড়িসহ প্রায় ৯০০ প্রকারের বিভিন্ন পণ্য। এসব মালামাল গত ২০ বছর ধরে গুদামে রক্ষিত ছিল। এগুলো ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি সদস্য ও  কাস্টমস কর্তৃপক্ষ আটক করে। পরবর্তীতে আদালতে মামলা হলে জব্ধকৃত মালামাল আলামত হিসেবে কাস্টমসের গুদামে রাখা হয়। দীর্ঘদিন এসব মালামাল গুদামে থাকায় নষ্ট হয়। এছাড়া গুদামের স্থান সংকুলান না হওয়ায় এগুলো ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ খবর