শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

নরসিংদীতে উদ্ধার ৩৮ প্রাণী বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর

নরসিংদীর আরশীনগর পার্ক ও মিনি চিড়িয়াখানায় অবৈধভাবে আটকে রাখা বিভিন্ন প্রজাতির ৩৮টি পাখি ও প্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বৃহস্পতিবার দিবাগত রাতে এ সব প্রাণী গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার প্রাণির মধ্যে রয়েছে একটি ভাল্লুক, একটি অজগর সাপ, দুটি বালি হাঁস, ১৩টি বক, চারটি বানর, একটি গন্ধগোকুল, একটি শকুন, একটি চিল ও পাঁচটি সজারু। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির আকন জানান, গোপন খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার নরসিংদীর সদর থানার আরশীনগর পার্ক ও মিনি চিড়িয়াখানায় গিয়ে দেখতে পান সেখানে অবৈধভাবে বেশকিছু দেশি-বিদেশি পাখি ও বন্যপ্রাণী আটকে রাখা হয়েছে। পরে মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বন্যপ্রাণী খাঁচায় বন্দী রাখা দন্ডণীয় অপরাধ-এ সম্পর্কে জনানো হয়। মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ আইন না জেনে বন্যপ্রাণীগুলোকে আটক রাখার কথা স্বীকার করলে সেগুলোকে তাদের কাছে হস্তান্তর করতে বলা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, প্রাণীগুলোর মধ্যে বানর ও গন্ধগোকুল ভাওয়াল জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য পাখিগুলো বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।     -গাজীপুর প্রতিনিধি

 

সাভারে পৃথক স্থান থেকে তিন লাশ উদ্ধার, আটক ২

ঢাকার সাভার ও আশুলিয়া থেকে এক শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাতে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকার ভাড়া বাড়ি থেকে হাবিবা খাতুন নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ছাড়া আশুলিয়ার বেরণ এলাকায় এক বাড়ির সেপটিক ট্যাংক থেকে মাসুম নামে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

ট্যাংকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বাড়ির ম্যানেজার কাউসার আহমেদকে আটক করা হয়েছে।    -সাভার প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর