রাঙামাটির কাপ্তাই হ্রদে আশঙ্কাজনক হারে কমেছে পানি। এতে সংকট তৈরি হয়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে। ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বন্ধ হয়ে গেছে চারটি। ফলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র ২৫ মেগাওয়াট; যা স্বাভাবিকের চেয়ে অনেক কম। সমস্যা তৈরি হয়েছে কাপ্তাই হ্রদে নৌ-চলাচলেও। পানিস্বল্পতার কারণে এরই মধ্যে নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রাঙামাটির ছয় উপজেলার সঙ্গে। সেগুলো হলো বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, হরিনা, লংগদু, নানিয়ার চর ও বাঘাইছড়ি। এতে দুর্ভোগে পড়েছেন পাহাড়ের বাসিন্দারা। সংশ্লিষ্ট সূত্র জানান, টানা খরায় দ্রুত কমেছে কাপ্তাই হ্রদের পানি। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেছে জেলার খাল-বিল, ছড়া, ঝর্ণা ও নদীর পানি। এতে নানামুখী সংকটে পড়েছেন জেলাবাসী। দুর্গম উপজেলাগুলোয় বন্ধ লঞ্চ চলাচল। স্থানীয়রা জানান, প্রতি বছর শুষ্ক মৌসুমে এমন দুর্ভোগ দেখা দিলেও এবার কষ্টের মাত্রা বেড়েছে কয়েক গুণ। রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সহসভাপতি মঈনুদ্দীন সেলিম বলেন, ‘কয়েক মাস ধরে দুর্গম ছয় উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বিচ্ছিন্ন রয়েছে। কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে সৃষ্টি হয় বহু ডুবোচর। যার কারণে লঞ্চ চলালচ হুমকিতে পড়ে। ড্রেজিং না হওয়ায় এ সমস্য দিন দিন বাড়ছে।’ কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আবদুজ্জাহেদ বলেন, ‘কাপ্তাই হ্রদে পানিস্বল্পতার কারণে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে মারাত্মক উৎপাদন ঘাটতি দেখা দিয়েছে। ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রের পাঁচ ইউনিটের মধ্যে চালু আছে মাত্র একটি। পিক-আওয়ারে রেশনিং পদ্ধতিতে বর্তমানে দৈনিক সর্বোচ্চ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত সংকট বাড়তে পাড়ে।’
শিরোনাম
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন