রাঙামাটির কাপ্তাই হ্রদে আশঙ্কাজনক হারে কমেছে পানি। এতে সংকট তৈরি হয়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে। ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বন্ধ হয়ে গেছে চারটি। ফলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র ২৫ মেগাওয়াট; যা স্বাভাবিকের চেয়ে অনেক কম। সমস্যা তৈরি হয়েছে কাপ্তাই হ্রদে নৌ-চলাচলেও। পানিস্বল্পতার কারণে এরই মধ্যে নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রাঙামাটির ছয় উপজেলার সঙ্গে। সেগুলো হলো বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, হরিনা, লংগদু, নানিয়ার চর ও বাঘাইছড়ি। এতে দুর্ভোগে পড়েছেন পাহাড়ের বাসিন্দারা। সংশ্লিষ্ট সূত্র জানান, টানা খরায় দ্রুত কমেছে কাপ্তাই হ্রদের পানি। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেছে জেলার খাল-বিল, ছড়া, ঝর্ণা ও নদীর পানি। এতে নানামুখী সংকটে পড়েছেন জেলাবাসী। দুর্গম উপজেলাগুলোয় বন্ধ লঞ্চ চলাচল। স্থানীয়রা জানান, প্রতি বছর শুষ্ক মৌসুমে এমন দুর্ভোগ দেখা দিলেও এবার কষ্টের মাত্রা বেড়েছে কয়েক গুণ। রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সহসভাপতি মঈনুদ্দীন সেলিম বলেন, ‘কয়েক মাস ধরে দুর্গম ছয় উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বিচ্ছিন্ন রয়েছে। কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে সৃষ্টি হয় বহু ডুবোচর। যার কারণে লঞ্চ চলালচ হুমকিতে পড়ে। ড্রেজিং না হওয়ায় এ সমস্য দিন দিন বাড়ছে।’ কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আবদুজ্জাহেদ বলেন, ‘কাপ্তাই হ্রদে পানিস্বল্পতার কারণে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে মারাত্মক উৎপাদন ঘাটতি দেখা দিয়েছে। ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রের পাঁচ ইউনিটের মধ্যে চালু আছে মাত্র একটি। পিক-আওয়ারে রেশনিং পদ্ধতিতে বর্তমানে দৈনিক সর্বোচ্চ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত সংকট বাড়তে পাড়ে।’
শিরোনাম
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
বিদ্যুৎ কেন্দ্রের চার ইউনিট বন্ধ হুমকিতে নৌ-চলাচল
কাপ্তাই হ্রদে পানি সংকট
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর