রাঙামাটির কাপ্তাই হ্রদে আশঙ্কাজনক হারে কমেছে পানি। এতে সংকট তৈরি হয়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে। ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বন্ধ হয়ে গেছে চারটি। ফলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র ২৫ মেগাওয়াট; যা স্বাভাবিকের চেয়ে অনেক কম। সমস্যা তৈরি হয়েছে কাপ্তাই হ্রদে নৌ-চলাচলেও। পানিস্বল্পতার কারণে এরই মধ্যে নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রাঙামাটির ছয় উপজেলার সঙ্গে। সেগুলো হলো বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, হরিনা, লংগদু, নানিয়ার চর ও বাঘাইছড়ি। এতে দুর্ভোগে পড়েছেন পাহাড়ের বাসিন্দারা। সংশ্লিষ্ট সূত্র জানান, টানা খরায় দ্রুত কমেছে কাপ্তাই হ্রদের পানি। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেছে জেলার খাল-বিল, ছড়া, ঝর্ণা ও নদীর পানি। এতে নানামুখী সংকটে পড়েছেন জেলাবাসী। দুর্গম উপজেলাগুলোয় বন্ধ লঞ্চ চলাচল। স্থানীয়রা জানান, প্রতি বছর শুষ্ক মৌসুমে এমন দুর্ভোগ দেখা দিলেও এবার কষ্টের মাত্রা বেড়েছে কয়েক গুণ। রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সহসভাপতি মঈনুদ্দীন সেলিম বলেন, ‘কয়েক মাস ধরে দুর্গম ছয় উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বিচ্ছিন্ন রয়েছে। কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে সৃষ্টি হয় বহু ডুবোচর। যার কারণে লঞ্চ চলালচ হুমকিতে পড়ে। ড্রেজিং না হওয়ায় এ সমস্য দিন দিন বাড়ছে।’ কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আবদুজ্জাহেদ বলেন, ‘কাপ্তাই হ্রদে পানিস্বল্পতার কারণে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে মারাত্মক উৎপাদন ঘাটতি দেখা দিয়েছে। ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রের পাঁচ ইউনিটের মধ্যে চালু আছে মাত্র একটি। পিক-আওয়ারে রেশনিং পদ্ধতিতে বর্তমানে দৈনিক সর্বোচ্চ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত সংকট বাড়তে পাড়ে।’
শিরোনাম
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
বিদ্যুৎ কেন্দ্রের চার ইউনিট বন্ধ হুমকিতে নৌ-চলাচল
কাপ্তাই হ্রদে পানি সংকট
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর