হঠাৎ ভাঙন আতঙ্কে রাজবাড়ী জেলার গোয়ালন্দের মানুষ। দিনের পর দিন নদীভাঙনের ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলায় গোয়ালন্দ উপজেলার সবগুলো ইউনিয়ন। ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বাসিন্দা। গত ১০ বছরে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। নিজের ভিটেমাটি হারিয়ে অন্যত্র মানবেতর জীবনযাপন করছেন নদীপারের এসব মানুষ। গোয়ালন্দ উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে দেবগ্রাম নামের ইউনিয়নটি। চলতি বছরের বর্ষা মৌসুমের শুরুতে গোয়ালন্দে নদীভাঙন দেখা দিয়েছে। এরই মাঝে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত একর ফসলি জমি। এ বছর শুধু দেবগ্রাম ইউনিয়নের ২ হাজার পরিবার নদীভাঙনের ঝুঁকিতে রয়েছেন। বছররের পর পর নদীতে বসতবাড়ি ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হলেও কার্যকর কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড। দৌলতদিয়া ইউনিয়নের বাসিন্দা মো. আনোয়ার ব্যাপারী বলেন, নদীভাঙন তাদের নিত্যদিনের সঙ্গী। চারবার ভাঙনের কবলে পড়েছি। সাত নম্বর ফেরিঘাটের পাশে আমার বাড়ি। শুনছি ফেরিঘাটের কারণে আমাদের এ এলাকায় সিসি ব্লক দিয়ে নদী শাসন করবে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো আভাস পাচ্ছি না। এ বছর আমার বাড়ি পদ্মায় ভেঙে যাবে। একই ইউনিয়নের হাতেম ম লের পাড়ার বাসিন্দা আক্তার শেখ বলেন, লঞ্চঘাটের উজানে হাতেম ম লের পাড়ায় শত শত বসতবাড়ি ছিল। বর্তমানে ৩০-৪০টির মতো পরিবার এখানে বসবাস করছে। নদীভাঙন শুরু হয়েছে। যে কোনো সময় আমাদের বাড়ি নদীতে ভেঙে যেতে পারে। প্রশাসন মাঝে মাঝে এসে দেখা যায়। দেবগ্রাম ইউনিয়নের বাসিন্দা মো. আনোয়ার শেখ বলেন, ভাঙন শুরু হলে আপনারা নিউজ করেন। অফিসাররা আসেন, দেখে যান। সর্বোচ্চ হলেও কিছু জিওব্যাগ ফেলে। অসময়ের এ জিওব্যাগ কোনো কাজে আসে না। সেখানে দুর্নীতি হয়। স্থায়ী পদক্ষেপ ছাড়া এসব জিওব্যাগ দিয়ে নদীভাঙন রোধ করা সম্ভব নয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক দৌলতদিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শন করে জানান, ভাঙন রোধে ফেরিঘাট এলাকাকে কেন্দ্র করে ছয় কিলোমিটার এলাকায় স্থায়ীভাবে সিসি ব্লক দ্বারা নদীভাঙন রোধ করার পরিকল্পনা রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই নদী শাসন কাজ শুরু হবে। গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, আমি নদীভাঙন এলাকার জনপ্রতিনিধি। এ এলাকার মানুষের প্রধান চাওয়া ভাঙনরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা। নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য অনেক অর্থের প্রয়োজন।
শিরোনাম
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
ভাঙন আতঙ্কে পদ্মাপারের মানুষ
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর