হঠাৎ ভাঙন আতঙ্কে রাজবাড়ী জেলার গোয়ালন্দের মানুষ। দিনের পর দিন নদীভাঙনের ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলায় গোয়ালন্দ উপজেলার সবগুলো ইউনিয়ন। ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বাসিন্দা। গত ১০ বছরে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। নিজের ভিটেমাটি হারিয়ে অন্যত্র মানবেতর জীবনযাপন করছেন নদীপারের এসব মানুষ। গোয়ালন্দ উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে দেবগ্রাম নামের ইউনিয়নটি। চলতি বছরের বর্ষা মৌসুমের শুরুতে গোয়ালন্দে নদীভাঙন দেখা দিয়েছে। এরই মাঝে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত একর ফসলি জমি। এ বছর শুধু দেবগ্রাম ইউনিয়নের ২ হাজার পরিবার নদীভাঙনের ঝুঁকিতে রয়েছেন। বছররের পর পর নদীতে বসতবাড়ি ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হলেও কার্যকর কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড। দৌলতদিয়া ইউনিয়নের বাসিন্দা মো. আনোয়ার ব্যাপারী বলেন, নদীভাঙন তাদের নিত্যদিনের সঙ্গী। চারবার ভাঙনের কবলে পড়েছি। সাত নম্বর ফেরিঘাটের পাশে আমার বাড়ি। শুনছি ফেরিঘাটের কারণে আমাদের এ এলাকায় সিসি ব্লক দিয়ে নদী শাসন করবে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো আভাস পাচ্ছি না। এ বছর আমার বাড়ি পদ্মায় ভেঙে যাবে। একই ইউনিয়নের হাতেম ম লের পাড়ার বাসিন্দা আক্তার শেখ বলেন, লঞ্চঘাটের উজানে হাতেম ম লের পাড়ায় শত শত বসতবাড়ি ছিল। বর্তমানে ৩০-৪০টির মতো পরিবার এখানে বসবাস করছে। নদীভাঙন শুরু হয়েছে। যে কোনো সময় আমাদের বাড়ি নদীতে ভেঙে যেতে পারে। প্রশাসন মাঝে মাঝে এসে দেখা যায়। দেবগ্রাম ইউনিয়নের বাসিন্দা মো. আনোয়ার শেখ বলেন, ভাঙন শুরু হলে আপনারা নিউজ করেন। অফিসাররা আসেন, দেখে যান। সর্বোচ্চ হলেও কিছু জিওব্যাগ ফেলে। অসময়ের এ জিওব্যাগ কোনো কাজে আসে না। সেখানে দুর্নীতি হয়। স্থায়ী পদক্ষেপ ছাড়া এসব জিওব্যাগ দিয়ে নদীভাঙন রোধ করা সম্ভব নয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক দৌলতদিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শন করে জানান, ভাঙন রোধে ফেরিঘাট এলাকাকে কেন্দ্র করে ছয় কিলোমিটার এলাকায় স্থায়ীভাবে সিসি ব্লক দ্বারা নদীভাঙন রোধ করার পরিকল্পনা রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই নদী শাসন কাজ শুরু হবে। গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, আমি নদীভাঙন এলাকার জনপ্রতিনিধি। এ এলাকার মানুষের প্রধান চাওয়া ভাঙনরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা। নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য অনেক অর্থের প্রয়োজন।
শিরোনাম
- এবার ‘বাঙ্কার বাস্টার’ বানাচ্ছে ভারত!
- কুলাউড়ায় ব্যবসায়ীদের অফিস ও যানজট সমস্যা সমাধানে ডিসির আশ্বাস
- মাদকের জন্য নির্যাতন করতেন মা’কে, অবশেষে কারাগারে
- নাটোরে শিশু শ্রমিকের মরদেহ উদ্ধার
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
- ভারতের হিমাচলে ভারী বৃষ্টিপাতে নিহত ৩০, রেড অ্যালার্ট জারি
- সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ
- পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়: এ্যানি
- যুক্তরাজ্যে ভিন্ন নামে অ্যাপার্টমেন্ট কিনেছেন নেতানিয়াহুর ছেলে
- আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: কিশোরগঞ্জে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা
- ঢাবিতে সানসেট ধসে শ্রমিক নিহত
- ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে, আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের
- ১৮তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর
- নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে: খোকন
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে
- গুপ্তচরবৃত্তির সন্দেহ, বিপুলসংখ্যক আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান
- ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন
- কঙ্গনার দাবি: ‘অশ্লীল ছবি চাইতেন হৃতিক, পাঠাতেন নিজেরটাও’
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের রক্তদান কর্মসূচি