রবিবার, ২৭ জুন, ২০২১ ০০:০০ টা

রেলওয়ের জমি দখল করে ঘর

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর পৌরসভার বকুলতলায় রেলওয়ের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। চাঁদপুর রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই খোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। খোরশেদ আলম বলেন, পালবাজার-সংলগ্ন বকুলতলা রোডের পাশে রেলওয়ের জমি দখল করে ইটের দেয়াল ঘিরে লিনটিন পর্যন্ত ঘর তৈরি করেছে।

তিনি বলেন, শহরের প্রাণকেন্দ্রে রেলের জমি দখল করে পাকা ঘর নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখবেন বলেও জানান তিনি। বাংলাদেশ রেলওয়ের এসএসএই (ওয়ার্কস) আতিকুর রহমান বলেন, যে-ই রেলওয়ের জায়গা দখল করে ঘর নির্মাণ করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দখলদার ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর