শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

অসহায় মানুষের পাশে জিকে ফাউন্ডেশন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অসহায় মানুষের পাশে জিকে ফাউন্ডেশন

শিবগঞ্জ উপজেলায় করোনায় কর্মহীন ৪০ হাজার পরিবারে সাহায্যের হাত বাড়িয়েছে গুলনাহার-কসিম উদ্দিন (জিকে) ফাউন্ডেশন। ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এক সপ্তাহ ধরে এসব পরিবারে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, চিনি, সেমাই, তেলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছেন। এর আগে করোনার প্রথম ধাপে উপজেলার ২২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয় জিকে ফাউন্ডেশন থেকে। দ্বিতীয় ধাপে সহায়তা পেয়েছে আরও ১৮ হাজার পরিবার। জানা যায়, পাঁচ বছর আগে শিবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা কসিম উদ্দিন ও তার স্ত্রী গুলনাহারের নামে জিকে ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। কসিম উদ্দিনের ছেলে উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘শুধু একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, মানবিক মূল্যবোধ নিয়ে আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই।’ তিনি জানান, জিকে ফাউন্ডেশনে ২০ জনের একটি টিম রয়েছে যারা সংকটাপন্ন ব্যক্তির খবর পেলেই প্রয়োজনীয় সহায়তা নিয়ে তাদের বাড়ি ছুটে যান। এ প্রতিষ্ঠান যত দিন থাকবে তত দিন অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেন নজরুল ইসলাম।

সর্বশেষ খবর