মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

‘ডাকাতিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা’

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর নাগরিয়াকান্দিতে ডাকাতিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির লুন্ঠিত মালামাল, স্বর্ণালঙ্কার ও টাকাসহ হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। গ্রেফতারকৃতরা হলো- রায়পুরা উপজেলার শেখ ফরিদ, রাজা মিয়া, আল-আমিন ও দুলাল মিয়া। পুলিশ সুপার জানান, ১৬ জুলাই রাতে নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় জানালার গ্রিল কেটে দোতলা একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে সংঘবদ্ধ ডাকাত দলটি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতিতে বাধা দেওয়ায় গৃহকর্তা ইন্টারনেট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফকে (৩২) ছুরিকাঘাতে হত্যা করে ডাকাতরা। এ ঘটনায় নিহতের বাবা মোবারক হায়াত সদর মডেল থানায় মামলা করেন।

সর্বশেষ খবর