ভবনগুলো দেড় শ বছরের পুরনো। পলেস্তারা খসে পড়ছে। ঝড়-বৃষ্টি নামলেই বাসিন্দাদের দুশ্চিন্তা বেড়ে যায়। হালকা বাতাসেই কেঁপে ওঠে জরাজীর্ণ দালানকোঠা। ফাটল দিয়ে বৃষ্টির পানি ঢুকে নষ্ট করে দেয় আসবাবপত্র। ঝড়-বৃষ্টির প্রতিটি দিনই যেন ওদের কাছে বিভীষিকাময়। যে কোনো সময় ভবনগুলো ধসে পড়ে প্রাণহানিসহ ছোট-বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু বিকল্প কোনো পথ না থাকায় কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকার প্রায় অর্ধ শতাধিক পরিবারকে জরাজীর্ণ এসব পরিত্যক্ত ভবনেই বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে। কুমারখালী পৌরসভা ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, প্রায় দেড় শ বছর আগে ব্রিটিশ আমলে প্রভাবশালী কুন্ডু বংশধররা কুমারখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় অর্ধশতাধিক ভবণ নির্মাণ করেন। সে সময় ইটের সুরকি, রাবিশ ও চুন দিয়ে ভবনগুলো নির্মাণ করা হয়। দেশ স্বাধীন হওয়ার অনেক পূর্বেই তারা এ দেশ ছেড়ে চলে গেলে বাড়িগুলো পরিত্যক্ত হয়ে পড়ে। দেশ স্বাধীন হওয়ার পর স্থানীয়রা ওই ভবনগুলো নিজেদের দখলে নিয়ে বসবাস শুরু করেন। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় দিন দিন ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রতিটি ভবনেই পরগাছা বাসা বেঁধেছে। প্রতিদিনই পলেস্তারা, চুন, সুরকি খসে খসে পড়ছে। অনেক স্থানেই ধস দেখা দিয়েছে, ধরেছে ফাটল। পরিত্যক্ত জরাজীর্ণ এসব ভবনেই জীবনের ঝুঁকি নিয়েই অর্ধশতাধিক পরিবার বছরের পর বছর বসবাস করছেন। কুন্ডুপাড়ার নুরুল ইসলাম বলেন, সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ২১ বছর ধরে তিনি এরকম একটি ভবনে বসবাস করছেন।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
পরিত্যক্ত ভবনে ঝুঁকিতে বসবাস
আল মামুন সাগর, কুষ্টিয়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর