ভবনগুলো দেড় শ বছরের পুরনো। পলেস্তারা খসে পড়ছে। ঝড়-বৃষ্টি নামলেই বাসিন্দাদের দুশ্চিন্তা বেড়ে যায়। হালকা বাতাসেই কেঁপে ওঠে জরাজীর্ণ দালানকোঠা। ফাটল দিয়ে বৃষ্টির পানি ঢুকে নষ্ট করে দেয় আসবাবপত্র। ঝড়-বৃষ্টির প্রতিটি দিনই যেন ওদের কাছে বিভীষিকাময়। যে কোনো সময় ভবনগুলো ধসে পড়ে প্রাণহানিসহ ছোট-বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু বিকল্প কোনো পথ না থাকায় কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকার প্রায় অর্ধ শতাধিক পরিবারকে জরাজীর্ণ এসব পরিত্যক্ত ভবনেই বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে। কুমারখালী পৌরসভা ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, প্রায় দেড় শ বছর আগে ব্রিটিশ আমলে প্রভাবশালী কুন্ডু বংশধররা কুমারখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় অর্ধশতাধিক ভবণ নির্মাণ করেন। সে সময় ইটের সুরকি, রাবিশ ও চুন দিয়ে ভবনগুলো নির্মাণ করা হয়। দেশ স্বাধীন হওয়ার অনেক পূর্বেই তারা এ দেশ ছেড়ে চলে গেলে বাড়িগুলো পরিত্যক্ত হয়ে পড়ে। দেশ স্বাধীন হওয়ার পর স্থানীয়রা ওই ভবনগুলো নিজেদের দখলে নিয়ে বসবাস শুরু করেন। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় দিন দিন ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রতিটি ভবনেই পরগাছা বাসা বেঁধেছে। প্রতিদিনই পলেস্তারা, চুন, সুরকি খসে খসে পড়ছে। অনেক স্থানেই ধস দেখা দিয়েছে, ধরেছে ফাটল। পরিত্যক্ত জরাজীর্ণ এসব ভবনেই জীবনের ঝুঁকি নিয়েই অর্ধশতাধিক পরিবার বছরের পর বছর বসবাস করছেন। কুন্ডুপাড়ার নুরুল ইসলাম বলেন, সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ২১ বছর ধরে তিনি এরকম একটি ভবনে বসবাস করছেন।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা