ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীর তীব্র ভাঙনে দিশাহারা সহস্রাধিক পরিবার। সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পালপাড়া, শাখাইতি ও লায়ারহাটির দুই কিলোমিটার এলাকা মেঘনার ভাঙনের কবলে রয়েছে। সরেজমিনে ওই এলাকা ঘুরে দেখা যায়, পানিশ্বর ইউনিয়নের ঘরবাড়ি, মসজিদ ও চাতাল কলসহ বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে শত শত পরিবারের। পানিশ্বর শাখাইতি এলাকার কুতুবউদ্দিন ভূঁইয়া বলেন, নদী ভাঙনের কবলে এই এলাকার ২০ থেকে ২৫টি চাতাল কল ইতিমধ্যে হারিয়ে গেছে। একেকটি চাতাল কলে কয়েক শ শ্রমিক কাজ করতেন। এখন তারা কর্মহীন হয়ে মানবেতর জীপন-যাপন করছেন। শাখাইতি গ্রামের ওসমান গনি বলেন, ছোটবেলা থেকে দেখেছি আমাদের বাড়ির ৩০০ মিটার পশ্চিমে ছিল মেঘনা নদী। এই ৩০০ মিটার প্রায় সবটুকু নদীগর্ভে চলে গেছে। এখন আমরা আতঙ্কে আছি। দ্রুত এখানে টেকসই বেড়িবাঁধ না দিলে যে কোনো সময় আমাদের বাড়িঘর নদীতে ভেসে যাবে। পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম বলেন, ৪-৫ বছর ধরে মেঘনার অব্যাহত ভাঙনে ২৫টি চাতাল মিলের ৬০ ভাগ নদীতে বিলীন হয়েছে। ভিটামাটি হারিয়ে এখানকার বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে। পালপাড়া এলাকা থেকে দুই কিলোমিটার নদী ভাঙনের কবলে রয়েছে। কোটি কোটি টাকার জিও টেক্স বস্তা ফেলে নদী ভাঙন প্রতিরোধের চেষ্টায় সাময়িক সুবিধা হলেও স্থায়ীভাবে কাজে আসছে না। তিনি আরও বলেন, নদী ভাঙন ঠেকাতে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না নিলে একসময় পুরো পানিশ্বর এলাকা বিলীন হয়ে যাবে।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে