বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

এবারও লালনের তিরোধান দিবস পালন হচ্ছে না

কুষ্টিয়া প্রতিনিধি

পয়লা কার্তিক, মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবসের স্মরণোৎসব পালন করা হচ্ছে না। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনায় ৭৭২ জন রোগী মৃত্যুবরণ করেছেন। এখনো কিছু মানুষ করোনা আক্রান্ত অবস্থায় রয়েছেন। এ অবস্থায় কুষ্টিয়ায় করোনার চিত্র ও এখনো গণজমায়েতের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ আরোপ থাকায় এ বছরও লালন স্মরণোৎসব পালন করা সম্ভব হচ্ছে না। গতকাল কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম তাঁর কক্ষে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম প্রমুখ। সাধু, বাউল ও ভক্তরা এ অনুষ্ঠান ঘিরে আগেই অবস্থান নিয়েছিলেন কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় সাঁইজির ধামে। প্রতিবারের মতো দিনক্ষণ ঠিক রেখে এবারও কিছু লালন ভক্তরা চলে এসেছিলেন আখড়াবাড়িতে। ১৩১ বছর আগে, ১২৯৭ সালের পয়লা কার্তিক আধ্যাত্মিক এই সাধকের মৃত্যুর পর প্রথমে ছেঁউড়িয়ার আখড়া কমিটি ও পরে লালন একাডেমির উদ্যোগে এই স্মরণোৎসব হয়ে আসছে। কিন্তু করোনা মহামারীর কারণে গত বছর থেকে এত দিনের সেই রেওয়াজ ভাঙতে হয়।

সর্বশেষ খবর