বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

অনুদানের আশ্বাস দিয়ে ভিক্ষুক প্রতিবন্ধীদের সঙ্গে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরকারি অনুদান দেওয়ার আশ্বাসে ভিক্ষুক-প্রতিবন্ধীদের সঙ্গে প্রতারণার অভিযোগে জান্নাতুল নাঈমা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার নগরীর হামজারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জান্নাতুল নাঈমা নিজেকে এনজিও প্রধান হিসেবে পরিচয় দিয়েছেন। পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন, জান্নাতুল নাঈম ‘এসএওয়াইএ’ নামে একটি এনজিও পরিচালনা করেন। যেখানে ব্যাংকের মতো টাকা জমা নেন। গ্রাহকদের সরকারি অনুদান ও ক্ষুদ্রঋণ দেওয়ার আশ্বাস দিতেন তিনি। সরকারি অনুদানের আশায় ভিক্ষুক, প্রতিবন্ধীসহ নিম্নআয়ের মানুষের কাছ থেকে ২০০ টাকা করে নিয়েছেন। ওই এলাকার প্রায় ১৪ হাজার মানুষ অভিন্ন প্রতারণার শিকার হয়েছেন।

গত সোমবার রাতে প্রতারণার শিকার লোকজন বিক্ষোভ করেন। এ সময় পুলিশ জান্নাতুল নাঈমকে গ্রেফতার করে। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাতুল নাঈম নিম্নআয়ের মানুষের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর