শিরোনাম
বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

৩৬ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত

কুড়িগ্রাম প্রতিনিধি

৩৬ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত

প্রবেশপত্র না পেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

আসন্ন এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রামের রৌমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ৩৬ জন শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। কলেজের অধ্যক্ষ এস এম হুমায়ুন কবীর প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে তিন হাজার করে টাকা নিলেও শেষ পর্যন্ত ফরম পূরণ করেননি বলে অভিযোগ উঠেছে। ফলে প্রবেশপত্র না পাওয়ায় ওই ৩৬ শিক্ষার্থীসহ কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী গতকাল অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ঘণ্টাব্যাপী মিছিল শেষে রৌমারী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মিলিত হন তারা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন। শিক্ষার্থী রূপসী, সুমাইয়া, মিলন বলেন, অধ্যক্ষের কাছে আমরা তিন হাজার করে টাকা জমা দিয়েছি। প্রবেশপত্রের জন্য কলেজে গিয়ে দেখি আমাদের ৩৬ জন শিক্ষার্থীর প্রবেশপত্র নেই। আমরা সবাই  অধ্যক্ষের রুমে গেলে তিনি সটকে পড়েন। এরপর মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছি। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর