রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্লভ সংগ্রহশালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ইতিহাস ঐতিহ্যের দুর্লভ জিনিসের সংগ্রহশালা গড়ে তুলেছেন জার্মানভিত্তিক ডয়েচে ভেলের পুরস্কার বিজয়ী লেখক আলী মাহমেদ। প্রতিনিয়ত মূল্যবান জিনিসপত্র তার সংগ্রহশালায় যোগ হচ্ছে। ইতিহাস ঐতিহ্যের জিনিসপত্র সংগ্রহ করা তার নেশা। পথশিশুদের জন্য তিনি পরিচালনা করছেন একটি ফ্রি প্রাক-প্রাথমিক স্কুল। বয়স্কদের সাক্ষরতা কার্যক্রমও পরিচালিত হয় তার স্কুলে। তার সংগ্রহে রয়েছে শহীদ বীর মুক্তিযোদ্ধার পোশাক, কলের গান, ঢাকঢোল, প্রাচীন ধর্মীয় গ্রন্থ, মাটির তৈরি তৈজসপত্র, বাঁশের খড়ের পণ্য, ঘোড়ার চাবুক, পুরনো টেলিভিশন, রেডিও, ঘড়ি, পুরনো পত্রিকা ও কৃষি উপকরণ। রয়েছে শানাই বাঁশি, টোপর, ডুলি, জায়নামাজ, তজবিহ, পুথিসহ আরও কত কী। আখাউড়া দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম নিজামউদ্দিন আহমেদের ছেলে আলী মাহমেদ। এলাকায় তিনি মোহাম্মদ আলী নামে পরিচিত। তিনি বাংলা একাডেমিসহ তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫টি। অনলাইনে লেখালেখির জন্য জার্মানভিত্তিক ডয়চে ভেলের পুরস্কার পেয়েছেন। আলী মাহমেদের বাসায় গিয়ে দেখা যায়, প্রাচীন ঐতিহ্যের নানা প্রকার মূল্যবান জিনিস সাজানো রয়েছে তার বাসায়। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য, বিশ্বযুদ্ধ, মুক্তিযুদ্ধের স্মরণীয় মূল্যবান জিনিসপত্র, শ্রমজীবী মানুষের জীবনযাপনে ব্যবহৃত উপকরণসহ বিভিন্ন দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমী জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রেখেছেন। দেয়ালের তাকে সাজানো অসংখ্য বই।

সর্বশেষ খবর