কিশোরগঞ্জ উপজেলায় কৃষকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ধান খেতের পোকা দমনের পাচিং পদ্ধতি। ক্ষতিকর পোকার আক্রমণ থেকে রোপা খেত রক্ষায় এ পদ্ধতি কৃষিবান্ধব প্রযুক্তি। এ প্রযুক্তি প্রয়োগে ধান খেতে বালাইনাশক প্রয়োজন হয় না। সূত্র জানান, কৃষক কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকে ধান রক্ষা করতে এখন পরিবেশবান্ধব পাচিং পদ্ধতি ব্যবহারে ঝুঁকছে; যা কীটনাশকের ব্যবহার কমাতেও সাহায্য করে। এতে একদিকে চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন; অন্যদিকে ক্ষতিকর কীটনাশক থেকে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা পাচ্ছে। জানা যায়, কৃষি অফিসের পরামর্শে কৃষক বোরো ফসলের জমিতে নির্দিষ্ট দূরত্বে শাখা-প্রশাখা সংযুক্ত গাছের মরা ডাল, বাঁশের কঞ্চি, আগালি, ত্রিকোণাকৃতির বাঁশের বাতা পুঁতে পাখি বসার জায়গা করেছেন। এর ওপর নানা প্রকার পাখি বসে দৃষ্টিসীমার মধ্যে ক্ষতিকর পোকা ধরে খাচ্ছে। এভাবেই কীটনাশক ছাড়া দমন হচ্ছে পোকা। ধান উৎপাদন খরচও কমে আসছে। উপজেলার চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ী গ্রামের রানা সরকার বলেন, ‘৮ বিঘা জমিতে বোরো রোপণ করেছি। খেতে কীটনাশক প্রয়োগ করলে অনেক সময় মাজরা, পামরি, পাতা মোড়ানো পোকা ও ঘাসফড়িং মরে না। তখন ফসল উৎপাদন খরচ বেড়ে যায়। পাচিং পদ্ধতির কারণে পাখি ডালে বসে খেতের পোকা খেয়ে ফেলছে। এ প্রযুক্তি পরিবেশবান্ধব।’ কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘চলতি বছর ১১ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠপর্যায়ে কৃষককে কীটনাশকের খরচ কমাতে পাচিং পদ্ধতি ব্যবহারে উৎসাহী করা হচ্ছে। কৃষক এ পদ্ধতিতে আগ্রহ দেখাচ্ছে। ফলে ধান উৎপাদনে খরচ কমার পাশাপাশি পরিবেশ দূষণ রোধসহ স্প্রেকারীরাও রোগব্যাধি থেকে রক্ষা পাচ্ছেন।’
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
জনপ্রিয় হচ্ছে পাচিং পদ্ধতি
কমছে বালাইনাশক প্রয়োগ, রক্ষা পাচ্ছে জীববৈচিত্র্য
আবদুল বারী, নীলফামারী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর