কিশোরগঞ্জ উপজেলায় কৃষকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ধান খেতের পোকা দমনের পাচিং পদ্ধতি। ক্ষতিকর পোকার আক্রমণ থেকে রোপা খেত রক্ষায় এ পদ্ধতি কৃষিবান্ধব প্রযুক্তি। এ প্রযুক্তি প্রয়োগে ধান খেতে বালাইনাশক প্রয়োজন হয় না। সূত্র জানান, কৃষক কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকে ধান রক্ষা করতে এখন পরিবেশবান্ধব পাচিং পদ্ধতি ব্যবহারে ঝুঁকছে; যা কীটনাশকের ব্যবহার কমাতেও সাহায্য করে। এতে একদিকে চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন; অন্যদিকে ক্ষতিকর কীটনাশক থেকে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা পাচ্ছে। জানা যায়, কৃষি অফিসের পরামর্শে কৃষক বোরো ফসলের জমিতে নির্দিষ্ট দূরত্বে শাখা-প্রশাখা সংযুক্ত গাছের মরা ডাল, বাঁশের কঞ্চি, আগালি, ত্রিকোণাকৃতির বাঁশের বাতা পুঁতে পাখি বসার জায়গা করেছেন। এর ওপর নানা প্রকার পাখি বসে দৃষ্টিসীমার মধ্যে ক্ষতিকর পোকা ধরে খাচ্ছে। এভাবেই কীটনাশক ছাড়া দমন হচ্ছে পোকা। ধান উৎপাদন খরচও কমে আসছে। উপজেলার চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ী গ্রামের রানা সরকার বলেন, ‘৮ বিঘা জমিতে বোরো রোপণ করেছি। খেতে কীটনাশক প্রয়োগ করলে অনেক সময় মাজরা, পামরি, পাতা মোড়ানো পোকা ও ঘাসফড়িং মরে না। তখন ফসল উৎপাদন খরচ বেড়ে যায়। পাচিং পদ্ধতির কারণে পাখি ডালে বসে খেতের পোকা খেয়ে ফেলছে। এ প্রযুক্তি পরিবেশবান্ধব।’ কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘চলতি বছর ১১ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠপর্যায়ে কৃষককে কীটনাশকের খরচ কমাতে পাচিং পদ্ধতি ব্যবহারে উৎসাহী করা হচ্ছে। কৃষক এ পদ্ধতিতে আগ্রহ দেখাচ্ছে। ফলে ধান উৎপাদনে খরচ কমার পাশাপাশি পরিবেশ দূষণ রোধসহ স্প্রেকারীরাও রোগব্যাধি থেকে রক্ষা পাচ্ছেন।’
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা