শিরোনাম
রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শিগগিরই রেললাইনের কাজ শুরু হচ্ছে বগুড়া-সিরাজগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাইয়ে গতকাল সরেজমিনে পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। রেলমন্ত্রী বগুড়ায় এসে বগুড়ার রেলস্টেশন, বিভিন্ন রেলগেট ও বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের স্টেশনের স্থান পরিদর্শন করেন তিনি। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, চলতি বছরই বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ কাজ শুরু হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনের আগেই বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। তিনি বলেন, এ প্রকল্পের কিছু জটিলতা ছিল। এ ছাড়াও প্রকল্প এলাকার সুবিধা-অসুবিধা দেখতে আমি এখানে এসেছি। বর্তমানে প্রকল্প নিয়ে আর কোনো জটিলতা নেই। ভারতের লাইন অব ক্রেডিটের আওতায় এ প্রকল্পটিতে অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি পুরো প্রকল্পে সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকার মতো খরচ হবে। এ ছাড়াও প্রকল্প পরামর্শকরা ইতোমধ্যে কোথায় কোথায় ব্রিজ, ফ্লাইওভার, আন্ডারপাস নির্মাণ হবে তা নিয়ে কাজ শুরু করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর