বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা

ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগাছায় বাড়ি থেকে ডেকে নিয়ে ধান-চাল ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৪৫)-কে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত ফারুক মিয়াকে গ্রেফতার করেছে। মোবাইল ফোনের সূত্র ধরে হত্যার ৭২ ঘণ্টার মধ্যে গতকাল সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার প্রাথমিক স্বীকারোক্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। রংপুর জেলা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. আশরাফুল আলম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পীরগাছা থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ৭২ ঘণ্টা পর দেলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

 দিলে পুলিশ ঘটনাস্থলের কিছু দূরে একটি পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ফারুক মিয়া প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করায় তাকে আদালতে পাঠানো হয়েছে। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে পরবর্তিতে রিমান্ডের আবেদন করা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দেলোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান পাশের বাড়ির মৃত আবদুস সামাদের ছেলে ফারুক মিয়া। এরপর বাড়ির পাশে রেললাইনের ধারে আগে ওতপেতে থাকা কয়েকজন মিলে দেলোয়ারকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় দেলোয়ার চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে দেলোয়ারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই পীরগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুকের ছোট ভাই সবুজ মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৪০) ও রনজু মিয়া (৩০) নামে তিনজনকে গ্রেফতার করে। হত্যার ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। পীরগাছা বাজারের একটি দোকানের জায়গা নিয়ে ফারুক মিয়ার সঙ্গে দ্বন্দ্ব ছিল। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে ফারুকের নাম উল্লেখসহ ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর