রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

ভয়ভীতি দেখানোর অভিযোগ স্বতন্ত্র নারী প্রার্থীর

জয়পুরহাট প্রতিনিধি

ভয়ভীতি দেখানোর অভিযোগ স্বতন্ত্র নারী প্রার্থীর

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচন ২৭ জুলাই। নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখার সমর্থকদের ভয়ভীতি              দেখানোর অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর বিরুদ্ধে। পাঁচবিবি পৌর শহরের দানেজপুর এলাকায় নিজ বাসভবনে গতকাল সংবাদ সম্মেলনে শিখা এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন একই এলাকার ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম, মানিক মন্ডল, মৌসুমী আক্তার প্রমুখ। শিখা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ১০০ জন সাধারণ সমর্থকের প্রয়োজন হয়। সব নিয়ম মেনে পাঁচবিবি উপজেলা নির্বাচন কার্যালয়ে তার পক্ষের সাধারণ সমর্থক ও প্রস্তাবকের স্বাক্ষরসংবলিত কাগজপত্রসহ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। গত ৩০ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন তিনি তার সমর্থক নার্গিস আক্তারকে সঙ্গে নিয়ে পাশের আটাপুর ইউনিয়নে যান। সেখান থেকে নার্গিসকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান           আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কর্মীরা। এ ছাড়া অন্য প্রস্তাবক ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাবিবুর রহমান হাবিব অভিযোগ অস্বীকার করে বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে দল আবারও আমাকে মেয়র প্রার্থীর যোগ্য মনে করেছে। আমাকে অভিযুক্ত করার যে চেষ্টা হচ্ছে তা নিছক স্বতন্ত্র প্রার্থীর তার মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।

সর্বশেষ খবর