বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

চিংড়ি ঘেরে ওঠা গ্যাসের নমুনা সংগ্রহ করল বাপেক্স

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলার একটি চিংড়ি ঘের থেকে ওঠা গ্যাসের নমুনা সংগ্রহ করেছেন বাপেক্সের বিশেষজ্ঞরা। গতকাল দুপুরে মোংলা উপজেলার মিঠাখালী এলাকার পূর্বপাড়ার ওই গ্যাস ওঠারস্থল পরিদর্শন শেষে বাপেক্সের বিশেষজ্ঞরা গ্যাসের নমুনা সংগ্রহ করেন। এ সময়ে বাপেক্সের বিশেষজ্ঞরা চিংড়ি ঘের থেকে লাইন টেনে বাড়িতে ওই গ্যাস দিয়ে রান্না না করতে চিংড়ি ঘের মালিক দেলোয়ার শেখকে নির্দেশ দেন। ওঠা ওই গ্যাস দিয়ে রান্না করা হলে আকস্মিক অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির ঝুঁঁকি রয়েছে বলেও জানান বাপেক্সের বিশেষজ্ঞরা। গ্যাস ওঠারস্থল পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দলটির প্রধান বাপেক্সের জেনারেল ম্যানেজার ল্যাব (পরীক্ষাগার) হাওলাদার ওহিদুল ইসলাম জানান, দুই ধরনের পরীক্ষায় একটিতে যদি হায়ার হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া যায় তাহলে সেটি হবে ভূগর্ভস্থ দাহ্য মূল্যবান গ্যাস। আর হায়ার হাইড্রোকার্বন না থাকলে হবে ভূ-উপরিভাগের মিথেন গ্যাস। যা কিছুদিন ধরে উঠতে উঠতে এক সময়ে শেষ হয়ে যাবে। আর হায়ার হাইড্রোকার্বন গ্যাস হলে বাণিজ্যিক ভাবে উত্তোলনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

সর্বশেষ খবর