মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ দলীয় নেতা-কর্মীদের

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। গতকাল দুপুরে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের বিভিন্ন পদের নেতা-কর্মীরা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্জন কান্তি বিশ্বাস। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খানের বিরুদ্ধে মনোনয়ন  বাণিজ্য ও একক সিদ্ধান্তে সংগঠনের নিয়মের পরিপন্থীভাবে সংগঠন চালানোর অভিযোগ করা হয়। এ ছাড়া অভিযোগ করা হয়, তিনি জাতীয় পার্টির উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত ২০০১ সালের পরে  আওয়ামী লীগে   যোগ দেন। তিনি ত্যাগীদের বাদ দিয়ে সাবেক জাতীয় পার্টির নেতাদের সংগঠনের বিভিন্ন স্থানে পদ দেওয়াসহ বিভিন্নভাবে সুযোগ দিচ্ছেন।

আর আওয়ামী লীগের ত্যাগীদের বিভিন্নভাবে হয়রানি করছেন। উপজেলা কমিটির সভাপতি আবদুল মালেক বেপারি গত ২০১৬ সালের নভেম্বর মাসে মৃত্যুর পর গত ৬ বছরে কাউকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়নি। নিজের সুবিধা মতো বিভিন্ন  সময় বিভিন্নজনকে সভাপতি পদের দায়িত্ব দিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করছেন।  এসব অভিযোগের বিষয় জানতে মো. মোশারেফ হোসেন খানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে স্থানীয় সাংবাদিকদের তিনি জানিয়েছেন, যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা দলের কেউ নয়।

 

সর্বশেষ খবর