মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

ভিজিএফের ৩৪ বস্তা চাল উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

ভিজিএফের ৩৪ বস্তা চাল উদ্ধার

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের ৩৪ বস্তা চাল দিনাজপুরের খানসামার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ থেকে উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পিআইও কার্যালয়ের কর্মকর্তারা। এসব চাল ঈদের আগে তালিকাভুক্তদের মধ্যে দেওয়ার কথা থাকলেও ইউপি চেয়ারম্যানের গাফিলতি ও অবহেলায় তা বিতরণ করা হয়নি। তালিকাভুক্ত উপকারভোগীরা চাল নিতে না আসার দাবি করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল ও সচিব ফরহাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিস করেছে উপজেলা প্রশাসন। গত রবিবার রাত ১০টার দিকে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের হলরুম থেকে এসব চাল উদ্ধার করা হয়। জানা যায়, ঈদলি আজহা উপলক্ষে ভেড়ভেড়ী ইউনিয়নের দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ঈদের আগে তালিকাভুক্ত সব পরিবারের মধ্যে বিতরণ করা হয়নি। আর যাদের মধ্যে বিতরণ করেছেন তাদেরও জনপ্রতি দেড় থেকে দুই কেজি করে চাল কম দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে চাল উদ্ধার করে পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব। পরে এ চাল ইউপি সচিবের জিম্মায় রাখা হয়। এদিকে অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, নির্ধারিত সময়ে তালিকাভুক্ত লোক না আসায় চাল বিতরণ করা হয়নি। এখানে আত্মসাৎ করার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।  খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভেড়ভেড়ী ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণ না করে ইউনিয়ন পরিষদে রাখার অভিযোগ পেয়ে পরিষদ ভবনের হলরুম থেকে ৩৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর নোটিস করা হয়েছে। এরপর তদন্ত করে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর