ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের ৩৪ বস্তা চাল দিনাজপুরের খানসামার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ থেকে উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পিআইও কার্যালয়ের কর্মকর্তারা। এসব চাল ঈদের আগে তালিকাভুক্তদের মধ্যে দেওয়ার কথা থাকলেও ইউপি চেয়ারম্যানের গাফিলতি ও অবহেলায় তা বিতরণ করা হয়নি। তালিকাভুক্ত উপকারভোগীরা চাল নিতে না আসার দাবি করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল ও সচিব ফরহাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিস করেছে উপজেলা প্রশাসন। গত রবিবার রাত ১০টার দিকে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের হলরুম থেকে এসব চাল উদ্ধার করা হয়। জানা যায়, ঈদলি আজহা উপলক্ষে ভেড়ভেড়ী ইউনিয়নের দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ঈদের আগে তালিকাভুক্ত সব পরিবারের মধ্যে বিতরণ করা হয়নি। আর যাদের মধ্যে বিতরণ করেছেন তাদেরও জনপ্রতি দেড় থেকে দুই কেজি করে চাল কম দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে চাল উদ্ধার করে পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব। পরে এ চাল ইউপি সচিবের জিম্মায় রাখা হয়। এদিকে অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, নির্ধারিত সময়ে তালিকাভুক্ত লোক না আসায় চাল বিতরণ করা হয়নি। এখানে আত্মসাৎ করার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভেড়ভেড়ী ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণ না করে ইউনিয়ন পরিষদে রাখার অভিযোগ পেয়ে পরিষদ ভবনের হলরুম থেকে ৩৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর নোটিস করা হয়েছে। এরপর তদন্ত করে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ভিজিএফের ৩৪ বস্তা চাল উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর