‘যারা ৫ বছর আগে লাখ টাকার মুখ দেখেনি তারা আজ কোটিপতি। ব্যাংকের লোকজন আমানত সংগ্রহের জন্য তাদের বাড়িতে দৌড়ায়। পদ্মা সেতুর কারণে ভাঙ্গার অনেক মানুষ কোটিপতি হয়েছে। ভাগ্য খুলেছে তাদের।’ এভাবেই অভিমত ব্যক্ত করলেন ভাঙ্গা বাজারের প্রবীণ ব্যবসায়ী ওলিউর রহমান ঠাকুর (৬৮)। জানা যায়, পদ্মা সেতু নির্মাণ শুরুর সঙ্গে সঙ্গেই ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত নির্মাণ করা হয় পদ্মা সেতু এক্সপ্রেস ওয়ে। ভাঙ্গা বিশ্বরোড মোড়ে নির্মাণ করা হয় বহুমুখী ইন্টারচেঞ্জ। এ জন্য সরকার অনেক জমি অধিগ্রহণ করেন। এর পরেই ঢাকা-ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরু হয়। পাশাপাশি ভাঙ্গায় রেলওয়ে জংশন নির্মাণ কাজ শুরু হয়। এ জন্যও সরকার জমি অধিগ্রহণ করে। দফায় দফায় জমি অধিগ্রহণের কারণে কপাল খুলে ভাঙ্গার অসংখ্য মানুষের। সরকারি ভাবে মৌজা নির্ধারিত সর্বোচ্চ দামের তিনগুণ দাম পেয়েছেন জমির মালিকেরা। এর পাশাপাশি ঘর বাড়ি, গাছপালার দামও পেয়েছেন কয়েকগুণ বেশি। ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের এক ব্যক্তি বলেন, আমি একসঙ্গে এত টাকা পাব তা স্বপ্নেও ভাবিনি। আমার যে জমিটি সরকার নিয়েছে, ঐ জমির প্রকৃত দামের চেয়ে অনেক বেশি টাকা পেয়েছি। লটারির মতো আমাদের ভাগ্য খুলেছে। ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসভা, আজিমনগর, চান্দ্রা, ঘারুয়া, তুজারপুর, আলগী ইউনিয়নের কমপক্ষে ৩০টি গ্রামের শত শত মানুষ জমি অধিগ্রহণের ফলে লাভবান হয়েছে। একটি বে-সরকারি ব্যাংকের ভাঙ্গা শাখার এক কর্মকর্তা বলেন, পদ্মা সেতু প্রকল্পে যারা জমি অধিগ্রহণের টাকা পেয়েছে আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছি আমাদের ব্যাংকে টাকা রাখার জন্য। এতে কাজ হয়েছে।
শিরোনাম
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
অর্থনৈতিক উন্নয়নের দিকে ভাঙ্গার অনেকেই
ভাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর