রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পদ্মায় বাড়ছে পানি, হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ভাঙন

পাবনা প্রতিনিধি

পদ্মায় বাড়ছে পানি, হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ভাঙন

পদ্মার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ -বাংলাদেশ প্রতিদিন

পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। এক সাপ্তাহের ব্যবধানে ব্রিজের ৩ নম্বর পিলার (গার্ডার) থেকে ২ নম্বর পিলার পর্যন্ত নদীর চর ভেঙে গেছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে হুমকির মুখে পড়বে নদীরক্ষা বাঁধ। সেই সঙ্গে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন সেতুর ক্ষতির আশঙ্কা রয়েছে।

সরেজমিন দেখা যায়, পাকশীর পদ্মায় পানি বৃদ্ধির কারণে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এতে তীরের মাটি ও বালুর স্তূপ ধসে পড়ছে। এ সময় কথা হয় স্থানীয়দের সঙ্গে। প্রবীণ আনিছুর রহমান বলেন, ‘এর আগে দফায় দফায় পানি বাড়া-কমার সময় পদ্মা একাধিকবার ভেঙেছে। কয়েক দিন পানি স্থিতিশীল থাকায় ভাঙন বন্ধ ছিল। হঠাৎ স্রোত ও পানি বাড়ায় ভাঙন শুরু হয়েছে।’ চরের কৃষক জানান, গত ৪০ বছরে এমন ভাঙন দেখা যায়নি। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক ইবনে সালাম বলেন, ‘সপ্তাহের ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে ২ মিটারের বেশি। ২৫ জুলাই পদ্মায় পানি ছিল ৯ দশমিক ২৫ সেন্টিমিটার, ৪ আগস্ট দুপুর ১২টায় ছিল ১১ দশমিক ৮৮ সেন্টিমিটার। প্রতিদিনই ২৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে। একই সঙ্গে ব্রিজের নিচে চরে তীব্র ভাঙন দেখা দিয়েছে।’ পাকশী রেলওয়ে বিভাগের সেতু প্রকৌশলী নাজিব কাওছার বলেন, ‘পিলারের আশপাশের স্থান নদীতে ভেঙে গেলেও ব্রিজের কোনো ক্ষতি হবে না। কারণ ব্রিজের পিলার নদীর গভীরে পাইলিং করে স্থাপন করা।’

পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন বলেন, ‘ভাঙন রোধে হার্ডিঞ্জ ব্রিজের আশপাশ এলাকায় গত বছর জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। এবার পানি বৃদ্ধির বিষয়টি জেনেছি। পানি কমতে শুরু করলে জিও ব্যাগ ডাম্পিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ভাঙনে সেতু বা নদীরক্ষা বাঁধের ক্ষতির আশঙ্কা নেই।’

সর্বশেষ খবর