গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় স্বামীর বিরুদ্ধে নিজের সন্তানকে হত্যা করে বাড়ির পাশে ডোবায় ফেলে রাখার অভিযোগ করেছেন স্ত্রী হোসনে মমতা তিথি। ঘটনার এক মাস পর গতকাল উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামে কবর থেকে দুই বছর বয়সী শিশু হাছিমের লাশ উত্তোলন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক বলেন, আদালতের নির্দেশে কবর থেকে ওই শিশুর লাশ উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমান উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট আসার পর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১২ জুলাই পারিবারিক কলহের জেরে দুই বছরের শিশু সন্তান হাছিমকে হত্যা করেন বাবা রুবেল সর্দার। পরে বাড়ির পাশে ডোবায় লাশ ফেলে তিনি প্রচার করেন তার ছেলে পানিতে ডুবে মারা গেছে।
এ ঘটনায় মা হোসনে মমতা গত ১৮ জুলাই স্বামীসহ আটজনের নামে হত্যা মামলা করেন।