শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ডাক্তার, নার্সসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা

ভুল চিকিৎসার অভিযোগ

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় সিজারের সময় গৃহবধূর কিডনি নালি কেটে ফেলার অভিযোগে চিকিৎসক, সেবিকাসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা মোনার আদালতে গতকাল মামলাটি করেন ভুক্তভোগী গৃহবধূ ফেরদৌস আরার স্বামী শাহাদাত হোসেন। আসামি করা হয়েছে, গাইনি বিশেষজ্ঞ ডা. চম্পা কুন্ডু, সেবিকা কলি রানী ও আয়েশা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের তুহিনকে।

মামলার বিবরণীতে জানা যায়, গত ৩০ জুন রাতে প্রসব বেদনা নিয়ে দাগনভূঞা উপজেলার আকবর সদ্দার বাড়ির গৃহবধূ ফেরদৌস আরা আয়েশা জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ গাইনি চিকিৎসক চম্পা কুন্ডুর কাছে চিকিৎসা নিতে পরামর্শ দেন। চম্পা কুন্ডু এসে গৃহবধূর অবস্থা জটিল জানিয়ে দ্রুত সিজার করাতে বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ গৃহবধূর স্বামীর কাছ থেকে সম্মতিপত্রে স্বাক্ষর নেন। সিজারের পর থেকে অনবরত প্রস্রাব বের হওয়ার পাশাপাশি জ্বর, পেট ব্যথাসহ শারীরিক নানা সমস্যায় পড়লে ২৪ জুলাই গৃহবধূকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসনোগ্রাফি রিপোর্টে ধরা পড়ে তার কিডনি নালি আঘাতপ্রাপ্ত হয়েছে। ৩ আগস্ট রোগীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে রিলেজ করে দেন। বর্তমানে বাড়িতে বিনা চিকিৎসায় আছেন। বিষয়টি চিকিৎসক চম্পা কুন্ডুকে জানালে তিনি গুরুত্ব দেননি।

সর্বশেষ খবর