শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি ছয় দফা

ফুলবাড়ী ট্র্যাজেডির ১৬ বছর

দিনাজপুর প্রতিনিধি

আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্বতিতে কয়লাখনি বাস্তবায়নের প্রতিবাদে গড়ে ওঠে গণআন্দোলন। তখন গুলিতে প্রাণ হারান তিন যুবক। আহত হন তিন শতাধিক মানুষ। এরপর থেকে দিনটিকে ফুলবাড়ী দিবস হিসেবে পালন করে আসছেন স্থানীয়রা। ফুলবাড়ী গণআন্দোলনের ১৬ বছর হলেও পুরোপুরি বাস্তবায়ন হয়নি ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ছয় দফা। উল্টো আন্দোলনকারী নেতাদের ওপর রয়েছে একাধিক মামলা। এ কারণে এলাকাবাসীর মধ্যে বাড়ছে ক্ষোভ। ফুলবাড়ী দিবস পালনে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এরমধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালি, স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দররক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহম্মদের। আন্দোলনকারী নেতারা জানান, ২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়নের প্রস্তাবকারী একটি বহুজাতিক কোম্পানির ফুলবাড়ীর অফিস ঘেরাও করতে গেলে, নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলে টিয়ার শেল ও গুলিবর্ষণ করে। এরপর ফুলবাড়ীবাসীর টানা আন্দোলনের মুখে ৩০ আগস্ট ছয় দফা শর্তে একটি সমঝোতা চুক্তি হয়।

 

 

সর্বশেষ খবর