শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চন্দ্রডিঙ্গায় মুগ্ধ ভ্রমণপিপাসুরা

নেত্রকোনা প্রতিনিধি

চন্দ্রডিঙ্গায় মুগ্ধ ভ্রমণপিপাসুরা

নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত। উপজেলার প্রতিটি গ্রামে যেন ছায়া হয়ে দাঁড়িয়ে আছে গারো পাহাড়। অপরূপ সৌন্দর্যে ভরপুর গ্রামগুলো। উপজেলাটির আট ইউনিয়নের মধ্যে রংছাতি, লেঙ্গুরা এবং খারনৈ তিনটি ইউনিয়নজুড়েই পাহাড়ি সীমান্ত। অর্ধশতাধিক কিলোমিটার সীমানায় রয়েছে একাধিক দর্শনীয় স্থান। তবে নেই ভালো যোগাযোগব্যবস্থা। রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও সীমান্তে রয়েছে কথিত চাঁদ সওদাগরের ডুবে যাওয়া নৌকার নামে নামকরণ চন্দ্রডিঙ্গা পাহাড়। পাহাড়টি দেখতে কিছুটা নৌ-আকৃতির। দূর-দূরান্ত থেকে বন্দুর পথ মারিয়েই ভ্রমণপিপাসুরা আসেন চন্দ্রডিঙ্গা পাহাড় দেখতে। পাহাড়ের পাদদেশে বাসবাসকারীরা বলেন, পুরো বর্ষা মৌসুমে স্থানীয় সড়কগুলো আরও বিপজ্জনক হয়ে যায়।

সর্বশেষ খবর