শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

দিনাজপুর ও নাটোরে গতকাল ট্রেনে কাটা পড়ে এক যুবকসহ দুজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর-

দিনাজপুর : বিরামপুরের পৌর শহরের বেগমপুরে সকালে আন্তনগর ট্রেনের ধাক্কায় মমতাজ হোসেন (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত মমতাজ দিনাজপুরের বিরামপুর পৌর শহরের বেগমপুর গ্রামের মৃত নজিরউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশেই একাই ঘুরতে গিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের চাকায় কাটা পড়েন তিনি।

নাটোর : বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের নাম রাসেল (২২)। ভোর রাতে উপজেলার স্বরপুর রেলগেট এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। রাসেল বাগাতিপাড়া উপজেলা সদরের শ্রীরামপুর পুরাতন সড়ক এলাকার জমিরউদ্দিনের ছেলে। পুলিশ জানায়, কারখানায় কাজে যাওয়ার জন্য গতকাল ভোররাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে ওঠেন রাসেল। এ সময় ঘরের বাইরে বের হয়ে একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।

সর্বশেষ খবর